Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মোট প্রাক্কলিত জনসংখ্যা  ১৭ কোটি ০৮ লাখ ৪০ হাজার (০১ জানুয়ারি ২০২৩)।  বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ; স্থূল জন্মহার ১৯.৩; স্থূল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।  সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%  । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৬৯% (জুলাই ২০২৩) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P) জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P)  জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P)  মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা । রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা । রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা । সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩


অফিস আদেশ/সার্কুলার

অফিস আদেশ/সার্কুলার (জনশুমারি ও গৃহগণনা ২০২২)

আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ এর  সংগৃহীত তথ্যের গুণগত মান নিশ্চিতে তথ্যসংগ্রহকারীদের নিকট ট্যাব সংরক্ষণ ও তথ্য সংশোধন/সংযোগজন/পরিমার্জন করে সার্ভারে প্ররণ সংক্রান্ত।  (নতুন)

আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ এর তথ্যসংগ্রহ কার্যক্রম ২১ মে ২০২৩ থেকে ১৫ জুন ২০২৩ সময়সীমায় সারাদেশব্যপী পরিচালনা করা হবে। সংগৃহীত তথ্য সঠিকতা যাচাই-বাচাই এর জন্য নিম্নবর্ণিত জনবলকে কোডিং এন্ড এডিটিং হিসাবে দায়িত্ব প্রদান করা হলো। 

আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ এর তথ্যসংগ্রহ কার্যক্রম ২১ মে ২০২৩ থেকে ১৫ জুন ২০২৩ সময়সীমায় সারাদেশব্যপী পরিচালনা করা হবে। তথ্যসংগ্রহ কার্যক্রম  তদারকি ও বাস্তবায়নের নিমিত্ত বিবিএস এর নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে নামের পাশে বিধৃত এলাকাসমূহে সুপারভাইজিং কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হলো।

CAPI  Apps এর ফিল্ড সেস্ট উভয় কার্যক্রম অগামী ১৭-১৮ এপ্রিল ২০২৩ সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারীগণের সমম্বয়ে বিভাগভিত্তিক টিম গঠণপূর্বক তাদের নামের পার্শ্বে বর্ণিত এলাকায় কার্যক্রম সম্পাদনের আদেশ প্রদান করা হলো। 

ICT বিষয়ক টেকনিক্যাল সমস্যার সমাধান ও এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের নিমিত্ত কর্মকর্তাদের দায়িত্ব প্রদান সংক্রান্ত অফিস আদেশ 

মূল শুমারি পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত মনিটরিং অফিসারের নাম ও মোবাইল নং এর তালিকা  

বিভাগীয় শুমারি সমন্বয়কারী ও জেলা শুমারি সমন্বয়কারী হিসাবে দায়িত্ব প্রদানের অফিস আদেশ 

মূল শুমারির জন্য দায়িত্বপ্রাপ্ত উপজেলা শুমারি সমন্বয়কারী কর্মকর্তাগণের নামের তালিকা

 মূল শুমারির জন্য দায়িত্বপ্রাপ্ত জোনাল অফিসারদের নামের তালিকা