Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মোট প্রাক্কলিত জনসংখ্যা  ১৭ কোটি ০৮ লাখ ৪০ হাজার (০১ জানুয়ারি ২০২৩)।  বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ; স্থূল জন্মহার ১৯.৩; স্থূল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।  সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%  । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৬৯% (জুলাই ২০২৩) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P) জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P)  জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P)  মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা । রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা । রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা । সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩


Recent Works

অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পঃ

বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের আর্থ সামাজিক অবস্থা নিরূপণের জন্য নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও প্রকাশনার নিমিত্ত বিভিন্ন শুমারি ও জরিপ পরিচালনা করে আসছে। বিবিএস কর্তৃক পরিচালিত শুমারি সমূহের মধ্যে জনশুমারি ও গৃহগণনা, কৃষি শুমারি (শস্য, মৎস্য ও প্রানিসম্পদ) ও অর্থনৈতিক শুমারি উল্লেখযোগ্য। অর্থনৈতিক শুমারির মাধ্যমে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হয়। এ শুমারির মূল উদ্দেশ্য হলো দেশের অকৃষি খাত বিশেষ করে সেবা ও শিল্প খাত কে পরিকল্পিতভাবে উন্নয়নমুখী করার লক্ষ্যে মানসম্মত পরিসংখ্যান প্রণয়ন করা। সীতাকুণ্ড উপজেলা ০৫ টি জোনে বিভক্ত করে অর্থনৈতিক শুমারির প্রথম জোনাল অপারেশনের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। আগামী ২৬ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর এর মধ্যে মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।


Household Based Environmetal Survey 2023 Project:

“Household Based Environmetal Survey 2023” শীর্ষক জরিপ পরিচালনা করার জন্য সারাদেশের নির্বাচিত ২ হাজার ৭৬১ টি পিএসইউ (মৌজা/মহল্লা) হতে খানা ভিত্তিক পরিবেশগত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য উপাত্তের অভাবে সরকারের সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়ন কর্মসূচী গ্রহণ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। দুর্যোগ সম্পর্কিত ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকসান (SFDRR), টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ‘দি প্যারিস এগ্রিমেন্ট’ চূড়ান্ত করা হয়েছে। উক্ত জরিপের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম ৪ জুন হতে ১৫ জুন ২০২৪ খ্রি. পর্যন্ত পরিচালিত হয়।


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৪ঃ

বাংলাদেশের ত্রৈমাসিক জিডিপি তে শিক্ষা খাতের অবদান ও অর্থনৈতিক গতিশীলতাকে আরও সুদৃঢ়ভাবে প্রতিফলিত করার নিমিত্ত এবং এ সংশ্লিষ্ট প্রাক্কলনসমূহ কে অধিকতর মানসম্পন্ন এবং পূর্ণাঙ্গ করার উদ্দেশ্য দেশব্যাপী ২৭ মে থেকে ৫ জুন ২০২৪ খ্রি. সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের উপর “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৪” পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়। সামাজিক ও অর্থনৈতিক অবস্থা মূল্যায়নে এ তথ্য উপাত্ত সমূহ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে।


Sample Vital Registration System Project:

বিবিএস ১৯৮০ সাল হতে “Sample Vital Registration System” শীর্ষক জরিপ নিয়মিত ভাবে পরিচালনা করে বার্ষিক প্রক্ষেপিত জনসংখ্যা, জন্মহার, মৃত্যুহার, শিশু মৃত্যুহার, মাতৃ মৃত্যুহার, প্রত্যাশিত গড় আয়ু, বিবাহ/তালাকের হার, আগমন-বহির্গমনের হার, জন্ম নিরোধক ব্যবহারের হার ও প্রতিবন্ধী হার ইত্যাদি তথ্য প্রকাশ করে থাকে। সীতাকুণ্ড উপজেলায় ৭ টি পিএসইউ এলাকা হতে উল্লিখিত তথ্যসমূহ সংগ্রহ করা হয়।


Violence Against Women (VAW) Survey 2024:

ইন্টেগ্রেটিং জিওস্পেসিয়াল ইনফরমেশন উইথ জেন্ডার এন্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস ইন বিবিএস এর আওত্তায় Violence Against Women (VAW) Survey 2024 এর মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য সারাদেশ হতে নির্বাচিত ১৪৪০ টি গণনা এলাকায় জরিপের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার ব্যাপ্তি পরিমাপ করা, নারীর প্রতি সহিংসতার ধরণ বা প্রকৃতি নিরূপণ করা, নারীর প্রতি সহিংসতা মূলক আঘাত পরিমাপ করা ও নারীর প্রতি সহিংসতার কারণ, প্রভাব ও গৃহীত পদক্ষেপ সম্পর্কিত পরিসংখ্যান প্রণয়ন করার নিমিত্ত পরিচালনা করা হয়।


জাতীয় পরিসংখ্যান দিবস পালনঃ

পরিসংখ্যান ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপদানের লক্ষ্যে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদে পরিসংখ্যান আইন ২০১৩ পাস হয় এবং ৩ মার্চ গেজেট আকারে তা প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় ঘোষিত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে উপজেলা পরিসংখ্যান কার্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম ৪র্থ বারের মত "পরিসংখ্যান দিবস" যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। " স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান " এই প্রতিপাদ্য কে সামনে রেখে এই দিন আলোচনা সভাসহ বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

 

আর্থসামাজিক ও জনমিতিক জরিপ-২০২৩ (Socio-Economic and Demographic Survey)

শুমারি পরবর্তী সময়ে আর্থসামাজিক ও জনমিতিক জরিপের মাধ্যমে একটি দীর্ঘ প্রশ্নপত্র ব্যবহার করে দেশের জনসংখ্যার বর্তমান অবস্থা মূল্যায়ন করতে জন্ম, মৃত্যু, অভিবাসন, স্বাস্থ্য, স্যানিটেশন, বিদ্যুৎ, খাবার পানির প্রাপ্যতা ইত্যাদি সম্পর্কিত বিস্তারিত তথ্যসংগ্রহ  করা হয়। দেশের জনগণের আর্থসামাজিক ও জনমিতিক বিষয়ের বিশদ তথ্য আর্থসামাজিক ও জনমিতিক জরিপের মাধ্যমে সংগ্রহ করা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশ করা হয় যা দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে। সীতাকুণ্ড উপজেলার ৯টি পিএসইউ (PSU) হতে ২জন গনণাকারী আর্থসামাজিক ও জনমিতিক জরিপের তথ্য সংগ্রহ করে। যেখানে ১ জন সুপারভাইজার ও ১ জন সুপারভাইজিং কর্মকর্তা নিয়োজিত ছিল।

 

খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান প্রকল্প-২০২২ (Food Security Assessment & Food Insecurity Experience Scale)

বিবিএস খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান প্রকল্প-২০২২ জরিপের মাধ্যমে ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে দেশের খাদ্য স্থিতি বিষয়ক পরিসংখ্যান প্রণয়ন করেছে। দেশে মানুষের মাথাপিছু ম্যাক্রোনিউট্যান্ট (ক্যালোরি, প্রোটিন ও ফ্যাট) ও মাইক্রোনিউট্যান্ট (খনিজ, ভিটামিন প্রভৃতি) এর প্রাপ্যতা নিরূপণ করেছে। সীতাকুণ্ড উপজেলার ১টি পিএসইউ (PSU) হতে ০১ জন তথ্য সংগ্রহকারী খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান প্রকল্প-২০২২ জরিপ এর তথ্য-উপাত্ত সংগ্রহ করে সদর দপ্তর ঢাকায় প্রেরণ করে।


স্বাক্ষরতা নিরুপন জরিপ (Literature Assessment Survey

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এর সঠিক তথ্য উপাত্তের কোনো বিকল্প নেই। বিবিএস এর ধারাবাহিকতায় স্বাক্ষরতা নিরূপণ জরিপ (Literature Assessment Survey) পরিচালনা করে। সীতাকুণ্ড উপজেলার ১টি পিএসইউ (PSU) হতে ১ জন তথ্য সংগ্রহকারী স্বাক্ষরতা নিরুপন জরিপ এর তথ্য-উপাত্ত সংগ্রহ করে সদর দপ্তর ঢাকায় প্রেরণ করে।